শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন চীনের রাষ্ট্রদূত৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর চীন,  ভারতসহ বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (৩১ ডিসেম্বর) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানান।  দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।  এছাড়া, চীনের রাষ্ট্রদূত ঝাং জু  ক্রিস্টালের তৈরি একটি নৌকা নিয়ে সকালে গণভবনে যান। এছাড়া, নেপালের প্রধানমন্ত্রী খাড়কা প্রসাদ অলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করবেন বলে জানা গেছে।  

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো হয়েছে, যেন তারা বিভিন্ন দেশের সরকারকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জানাতে পারেন।

আরও পড়ুন: 

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি