বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মহাখালী আমতলী ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিষ্কার পরিছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা একটি বড় মানব সেবা। বিদ্যালয়ের আশেপাশের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থী শিক্ষকদের আহ্বান জানাই।’ এসময় শিক্ষার্থীরা স্লোগান দেয় ‘বিদ্যালয় এর চারপাশ, পরিষ্কার রাখবো বারো মাস’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন। অনুষ্ঠানে সচিব বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের স্কুলে উপস্থিতি অবশ্যই নিশ্চিত করতে হবে। সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষকদের মান উন্নয়নে কাজ করছে।’
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিচ্ছনতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।