বিজেএমসি’র দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করুন: বস্ত্র ও পাটমন্ত্রী

বিজেএমসিতে মতবিনিময় সভায় বক্তব্য দেন গোলাম দস্তগীর গাজী

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, ‘পাট খাতের উন্নয়নে কোনও ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে খুঁজে বের করুন। কারা দুর্নীতিগ্রস্ত চিহ্নিত করুন। প্রয়োজনে শাস্তির আওতায় আনুন। দুর্নীতি থাকলে পাটখাত কোনোদিন উন্নত হবে না। এ খাতের দুর্নীতি দূর করার পাশাপাশি সুশাসনের ব্যবস্থা করতে হবে।’

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিজেএমসি ভবনে পাটকল করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মিলের প্রকল্প প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পাট শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। এখানে ভালো ব্যবস্থাপনা চাই। লাভজনক ও লোকসানি মিল শানাক্ত করতে হবে। বেসরকারি মিল লাভে থাকলে, সরকারি মিল কেন লোকসানে আছে সেটা জানতে হবে। চাহিদা নির্ধারণ ও বাজার বিশ্লেষণ করে বিজেএমসিকে পণ্য উৎপাদন করতে হবে। যাতে পণ্য অবিক্রিত না থাকে।’

বিজেএমসির চেয়ারম্যানকে উদ্দেশ করে পটমন্ত্রী বলেন, ‘বিজেএমসিকে নিজের টাকায় চলতে হবে। সরকারের কাছে হাত পেতে চলা যাবে না। কতোদিন ধার করে চলবেন? একইসঙ্গে সরকারি পাট মিলে শ্রমিকের সংখ্যা কত, শ্রমিকরা ওভারটাইম পাচ্ছে কিনা সেটাও খুঁজে বের করুন। যেখানে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে, সেখানে সরকারি প্রতিষ্ঠান লোকসান গুনবে তা মেনে নেওয়া হবে না।’

গোলাম দস্তগীর আরও বলেন, ‘ আমরা মুক্তিযোদ্ধারা পাটের জন্য যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধুর ৬ দফার মধ্যেও পাটের জন্য দাবি ছিল। সেই পাটখাত ধ্বংস হতে পারে না। প্রধানমন্ত্রী পাটকে ভালোবাসেন। তাই পাটের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, ‘পাট সোনালী আঁশ। পাট বেঁচে থাকলে অর্থনৈতিকভাবে আমরাও বেঁচে থাকবো। বর্তমান সরকার এই পাটকে স্বর্ণযুগে নিতে কাজ করছে। পাট একদিন আবারও রপ্তানিতে এক নাম্বারে থাকবে। স্বাধীনতার সময় ৭৭টি পাটকল ছিল, যা এখন ২৬টিতে নেমে এসেছে।’

মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো. নাছিম, বিজেএমসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।