দাবি বাস্তবায়ন না করলে মনোনয়ন ফরম নেবে না ছাত্রদল

মধুর ক্যান্টিনের সামনে ছাত্রদল নেতারাআগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে। তবে ডাকসু নির্বাচন নিয়ে দাবি বাস্তবায়ন না করলে ছাত্রদল মনোনয়ন ফরম নেবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি)মধুর ক্যান্টিনে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান সাংবাদিকদের একথা জানিয়েছেন ৷ 

বেলা পৌনে ১২টার দিকে ৩০-৪০ জন নেতাকর্মী নিয়ে মধুর ক্যান্টিনে আসেন আকরামুল হাসান। এর আধা ঘণ্টার পর সেখানে আসেন ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। 

আকরামুল হাসান বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) থেকে যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মনোনয়ন ফরম নিচ্ছি না। আমরা ডাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছি আসছি। তবে, নির্বাচনের বিষয়ে আমরা ইতিবাচক থাকতে চাই। আমাদের দাবি বাস্তবায়নের দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।’

দাবি মেনে নিলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আমাদের বিতর্ক অব্যাহত থাকবে। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই। দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য আমরা কষ্ট পাবো।’