সংরক্ষিত আসনের এমপিদের শপথ বুধবার

 

জাতীয় সংসদজাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বুধবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন। ওই দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের নিচ তলায় শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন সংরক্ষিত আসনের মহিলা এমপিদের গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারের কাছে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
নবনির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন রয়েছেন।

দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যানুপাতে বণ্টণকৃত নারী আসনে বিএনপির একটি আসন পাওয়ার সুযোগ রয়েছে। তবে দলটি থেকে নির্বাচিতরা এখনও শপথ নেননি বলে তাদের কোটার সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা হয়নি।