পুরান ঢাকার আগুন নেভাতে হেলিকপ্টার

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আগুন নেভাতে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হচ্ছে বলে জানিয়েছেন এয়ার কমোডর মো. জাহিদ হোসেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া চারটার দিকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

এয়ার কমোডর মো. জাহিদ হোসেন বলেন, ‘বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার এনে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তেজগাঁও বিমানবন্দর থেকে ৩টা ৪৮ মিনিটে পানি নিয়ে হেলিকপ্টার দুটি ঘটনাস্থলের দিকে রওনা দেয়। এরপর আকাশ থেকে পানি ছেটানো হয়।’

প্রসঙ্গত, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার শাহী মসজিদের পাশে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। 

এই ঘটনায় লাশ উদ্ধারের পর ১৫টি ব্যাগে ভরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

এ সংক্রান্ত আরও খবর:
পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে, ১৫ ব্যাগে মরদেহ উদ্ধার

পুরান ঢাকায় আগুন, ঢামেকে ভিড়