বিহারিদের জন্য ফ্ল্যাট তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর




প্রধানমন্ত্রী শেখ হাসিনাআটকে পড়া বিহারিদের আবাসন ব্যবস্থার উন্নয়নে সরকার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৭ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আটকে পড়া বিহারিদের জন্য সরকার ফ্ল্যাট করে দেবে। ইতোমধ্যে তাদের জন্য জায়গা খোঁজা হচ্ছে। যেন তারাও একটু ভালোভাবে বসবাস করতে পারে।’

তিনি আরও বলেন, ‘তারা বসে থেকে নয়, তারা যেন কাজ করে খেতে পারে। তারা যেন কাজ করে তাদের সংসার চালাতে পারে, সে ব্যবস্থাও করা হবে।’

বিহারীদের দুর্দশার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘জেনারেশনের পর জেনারেশন- এখন তাদের (বিহারি) তৃতীয়-চতুর্থ জেনারেশন এসে গেছে। তাদের জেনেভা ক্যাম্পে রাখা হয়েছিল, তারা পরিবার বৃদ্ধি করেছে। তারা এখন অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে।’

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মতো উত্তর সিটি করপোরেশনের কর্মীদের জন্য আবাসনের ভবন নির্মাণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের (দক্ষিন সিটির পরিচ্ছন্নতা কর্মী) চারটি মাল্টিস্টোরিড বিল্ডিং হয়ে গেছে। মোট ১৩টি বিল্ডিং হবে। সেই সঙ্গে উত্তরের পরিচ্ছন্ন কর্মীদের জন্য এ ধরনের বিল্ডিংয়ে ফ্ল্যাট বাসা করার পরিকল্পনা আমাদের আছে।’

সিটি করপোরেশনগুলোকে নিজেদের উপার্জন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনগুলোকে নিজেদের উপার্জন বাড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের আরও সক্রিয় হতে এবং জনপ্রতিনিধিদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘পাবলিক টয়লেট, বাস-রেল স্টেশন যেখানে যা আছে সবগুলো যেন পরিষ্কার থাকে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।’

অনুষ্ঠানে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।