প্রহসনের নির্বাচন মানি না, স্লোগান ছাত্রলীগের

ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভকোটা সংস্কার আন্দোলন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন। তাকে ভিপি ঘোষণার পর, এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে স্লোগান দিচ্ছে ছাত্রলীগ। বিভিন্ন হল থেকে দলে দলে নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি) বাসবভনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

ছাত্রলীগের বিক্ষোভনেতাকর্মীরা এখন ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন। মিছিল থেকে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করেও স্লোগান দিচ্ছেন তারা। এর আগে ফল ঘোষণার পরপরই সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।

ছাত্রলীগের বিক্ষোভসোমবার (১১ মার্চ) দিবাগত রাতে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন ভিসি ড. মো. আখতারুজ্জামান।

এদিকে, ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি।


আরও পড়ুন...

ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস রাব্বানী

শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুর

 

নুরকে ভিপি ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ (ভিডিও)

ঢাবির ১৮টি হলে স্বতন্ত্র থেকে ভিপি ৬ জিএস ৪, বাকিগুলো ছাত্রলীগের