একটি চক্র ইতিহাস বিকৃতির চেষ্টা করে যাচ্ছে: রেলমন্ত্রী


রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (ফাইল ছবি)

একটি চক্র মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তবেই ইতিহাস বিকৃতি রোধ হবে।’

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্কুলটির অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। নতুন প্রজন্মই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘একটি চক্র ইতিহাস বিকৃতি করতে চেষ্টা করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস একবার লেখা হয়েছে। তাহলে আমাদের দেশে কেন ইতিহাস বারবার লিখতে হবে। দুষ্টচক্র থেকে আমাদের সচেতন হতে হবে।’

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সঠিক ইতিহাসকে বির্তকিত করতে ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষণা নিয়ে এতো কথা বলছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর স্বাধীনতার ঘোষণার প্রয়োজন পড়ে না। কারণ তিনি বলে গিয়েছিলেন- আমি যদি ঘোষণা দিবার নাও পাড়ি, তোমাদের যার যার কাছে যা কিছু আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়বা।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাসিনা বেগম ও পরিচালনা পর্ষদের সদস্য ড. মজিবুর রহমান হাওলাদারসহ আরও অনেকে।