সারাদেশে তাপমাত্রা আরও বাড়বে

বাড়ছে গরম। তাপদাহ থেকে বাঁচতে বুড়িগঙ্গায় শিশুদের লাফ-ঝাঁপ। (ছবি: ফোকাস বাংলা)

প্রকৃতিতে এসেছে বৈশাখ, সঙ্গে বাড়ছে তাপমাত্রা। আজ রবিবার (২২ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, পাবনা, যশোর, রাঙামাটি ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে এবং আরও বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে এ তাপমাত্রা ক্রমশ আরও বাড়তে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, রংপুর সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে।