মির্জা ফখরুলের চিঠি পাননি স্পিকার





মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গতকাল সোমবার (২৯ এপ্রিল) পর্যন্ত তার হাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনও চিঠি পৌঁছায়নি। যদি এই দিনের মধ্যে চিঠি সংসদ সচিবালয়ে পৌঁছে থাকে, তা গ্রহণ করা হবে। আর সময় চেয়ে তিনি কোনও চিঠি না দিয়ে থাকলে সংবিধান অনুযায়ী ওই আসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংবিধান অনুযায়ী কোনও সংসদ সদস্য নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ নিতে না পারলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারেন।
প্রসঙ্গত, গতকাল ৯০ দিনের মেয়াদের শেষ দিনে বিএনপি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী চারজন শপথ নেন। এর আগে গত বৃহস্পতিবার শপথ নেন আরেকজন। এ অবস্থায় বিএনপি থেকে নির্বাচিত একমাত্র মির্জা ফখরুলই বাকি রইলেন। তবে গুঞ্জন ওঠে, মির্জা ফখরুল শপথ নিতে সময় বাড়াতে স্পিকারকে চিঠি দিয়েছেন।