বিদেশে বিমানের ২ হাজার ১৮৬ ট্রাভেল এজেন্ট

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীবিদেশে বাংলাদেশ বিমানের ট্রাভেল এজেন্টের সংখ্যা ২ হাজার ১৮৬ বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সোমবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে আওয়ামী লীগের হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ঢাকা-৭ আসনের সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বিদেশে বাংলাদেশ বিমানের ট্রাভেল এজেন্টের সংখ্যা ২ হাজার ১৮৬। এর মধ্যে ১৮টি এজেন্টের কাছে বিমানের ২০ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫২৯ টাকা বকেয়া পাওনা আছে।

তিনি জানান, এ টাকা আদায়ে স্থানীয়ভাবে মামলা দায়ের করা হয়েছে।