জর্জিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জর্জিয়ার রাষ্ট্রদূতজর্জিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ। বিশেষত ওষুধ, তৈরি পোশাক শিল্প, কৃষিজ দ্রব্য ও সিরামিক দ্রব্যসামগ্রী ইত্যাদি বাণিজ্য বাড়াতে আগ্রহী। জর্জিয়ার রাষ্ট্রদূত অর্চিল ডিজুলিয়াসভিলি রবিবার (২৩ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অফিস শেষে তার সঙ্গে সাক্ষাৎকালে এ ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে সহযোগিতার বলয় বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুর বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং এ ব্যাপারে জর্জিয়ার সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ও উত্তর ইউরোপীয় দেশটির মধ্যে কৃষি সহযোগিতা শুরু করায় সম্মত হন। তারা জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) নির্বাচন নিয়েও আলোচনা করেন। খবর বাসস।