প্রবৃদ্ধি অর্জনে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ: প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদের অভিনন্দন

মন্ত্রিপরিষদের বৈঠকএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দৃষ্টিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এডিবি’র এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শরুর আগে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

আজ সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। মন্ত্রিসভার নিয়মিত আলোচ্যসূচির বাইরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।  

উল্লেখ্য গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ প্রতিবেদনে এডিবি বলেছে, ২০১৮ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যা ১৯৭৪ সালের পর সবচেয়ে দ্রুত সম্প্রসারণ। এডিবি আভাস দিয়েছে, বাংলাদেশ ২০১৯ ও ২০২০ অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে, যা হবে একটি নতুন রেকর্ড। বাংলাদেশে এডিবি’র আবাসিক পরিচালক মনমোহন প্রকাশ এই প্রতিবেদন হস্তান্তর করেন।

এডিবি তাদের বার্ষিক ও প্রকাশনায় ৪৫টি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করে ও পূর্বাভাস দিয়ে থাকে।

আরও পড়ুন- বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মধ্যে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে