ক্ষমা চাইলেন মেয়র আতিক (ভিডিও)

সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে মশকনিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা উত্তরের মেয়র

মেয়র বলেন, ‘যার স্বজন মারা গেছে সেই বুঝে এর কষ্ট কী? এটা খুবই দুঃখজনক ব্যাপার। যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে আমি ব্যক্তিগতভাবে বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা মনে করি এটি মোটেও কাম্য নয়। যে পরিবারে ডেঙ্গু হয়েছে সেই বুঝবে এর জ্বালা। তাই আমি বিনয়ের সঙ্গে বলবো, আসুন আমরা শুধু ওষুধ ওষুধ না এর সঙ্গে সচেতনতাও বৃদ্ধি করি।'

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।