‘প্রশিক্ষণ ছাড়া জনশক্তি রফতানি করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা’





সেমিনারে বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদসৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগের প্রক্রিয়া সহজ করাসহ অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘কোনও রিক্রুটিং এজেন্সি প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া যদি জনশক্তি রফতানি করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সোমবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের রিয়াদে বিভিন্ন জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের দক্ষ, আধাদক্ষ জনশক্তি নিয়োগ বিষয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং এই সেমিনারের আয়োজন করে।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের প্রত্যাশা, আগামী দিনে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হবে।’
তিনি বলেন, ‘বিদেশে দক্ষ জনশক্তি রফতানির জন্য বাংলাদেশে আধুনিক ও উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।’

ইমরান আহমদ বলেন, ‘জনশক্তি রফতানি প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

সেমিনারের শুরুতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাহিদ হোসেন ও সারওয়ার আলম।
সেমিনারে সৌদিআরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০জন প্রতিনিধি অংশ নেন। তারা বাংলাদেশ থেকে দক্ষ, আধা দক্ষ জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের উপ-মিশন প্রধান ড. নজরুল ইসলাম।

প্রসঙ্গত, চারদিনের সফরে সোমবার ইমরান আহমদ সৌদি আরব যান। সফরের সময় তিনি সৌদি আরবের শ্রমবাজার নিয়ে সৌদি জেনারেল ইনভেস্টমেন্ট অথোরিটি আয়োজিত কর্মশালা ও কয়েকটি সেমিনারে অংশ নেবেন।