ভিন্ন মত প্রকাশের কারণে ছাত্র হত্যা মেনে নেওয়া যায় না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বুয়েটে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। দলের পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা জানানো হয়েছে। আমিও জানাচ্ছি। ভিন্ন মত প্রকাশের কারণে ছাত্র হত্যা মেনে নেওয়া যায় না। এ নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের শাস্তি পেতে হবে।’

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রী দফতরে টেলিভিশনের শিল্পী, নাট্যকার, কলাকুশলীরা দেখা করতে গিয়েছিলেন। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নির্মম হত্যাকাণ্ডের সঠিক প্রচার হওয়া ও নিন্দা জানানো উচিত। তবে অপপ্রচার ঠিক নয়। দেশের মানুষের মধ্যে ভিন্ন মত থাকবে। এজন্য কাউকে আক্রমণ করা হবে তা আওয়ামী লীগ সমর্থন করে না।’

তিনি আরও বলেন, ‘কেবল নেটওয়ার্কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। কেবল নেটওয়ার্কের মতো বিদেশি অবৈধ ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) এটি ব্যবহার হচ্ছে যা সরকারি অনুমোদন প্রাপ্ত নয়। এগুলো ব্যবহার করা অবৈধ। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ডিটিএইচ সরিয়ে নিতে হবে। সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’