বুধবার এমপিওভুক্তির ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীআগামীকাল বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিওভুক্তির ঘোষণা দেবেন। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এমপিও পেতে যাওয়া প্রতিষ্ঠান রয়েছে এক হাজার ৬৫১টি। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন এক হাজার ৭৯টি মাদ্রাসা, কারিগরি, বিএম এবং কৃষি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ নিয়ে মোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াচ্ছে দুই হাজার ৭৩০টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিষ্ঠানগুলোর নতুন এমপিওভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষ এমপিওভুক্ত করা হয়েছিল ২০১০ সালে।

আরও পড়ুন- নতুন এমপিওভুক্তির ঘোষণা আসছে বুধবার