দেশের বিভিন্ন জেলায় ৫ জনের অপমৃত্যু

শনিবার সারাদেশের বিভিন্ন জেলায় পাঁচ জন অপমৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কেউ পানিতে ডুবে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিংবা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রয়েছেন সন্দেহজনক খুনের শিকারও।

নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে জেএসসি পরীক্ষার্থী ময়না দেবনাথের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি জানান শনিবার (২ নভেম্বর) সকালে গোড়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওকছেদ আলীর (ঠাকুর মেম্বার) ইটভাটি সংলগ্ন একটি ডোবার পানিতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ। সদর থানার ওসি মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ওই স্কুল ছাত্রী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যুগিপাড়া গ্রামের আবুল দেবনাথের মেয়ে ও গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেনীর ছাত্রী ছিল।

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।জয়পুরহাট প্রতিনিধি জানান, ওই কলেজ শিক্ষার্থীর নাম শাকিল হোসেন(১৯)। শনিবার বিকেলে সদর উপজেলার সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নওগাঁ প্রতিনিধি জানান, ওই ব্যবসায়ীর নাম ফারুক আহম্মেদ রাজু (৪৫)। শনিবার (০২নভেম্বর)  বিকেলে উপজেলার চকের ব্রিজ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত রাজু রাণীনগর সদরের পশ্চিম বালুভরা পোস্ট অফিসপাড়া গ্রামের ফজলার রহমান মাস্টারের ছেলে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রাম থেকে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রাম থেকে চাঁনতারা বেগম(৪৫) নামে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্বামীর বাড়ি থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী খলিল মিয়াকে জিজ্ঞাসা বাদের জন্যে আটক করেছে পুলিশ।

সিলেটের মৌলভীবাজার পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর কথা জানা গেছে। মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ওসমান সাঈদ মামুনুন দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ২ নভেম্বর দুপুরের দিকে উপজেলার জয়চন্ডি ইউনিয়নের গৌরিশংঙ্কর গ্রামে নিজ পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু ওই গ্রামের মোহাম্মদ কাওছার হোসেইন বাবলুর ছেলে।