শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ বলে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার দেওয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে অবস্থান কর্মসূচিটির আয়োজন করে তার পরিবার।
নূর হোসেনের মা বলেন, ‘ও (নূর হোসেন) যদি নেশাখোর হতো, তাহলে দেশের জন্য জীবন দিতো না। কারণ, কোনও নেশাখোর দেশের জন্য জীবন দেয় না।’
নূর হোসেনের ভাই আলী হোসেন বলেন, ‘দেশের জন্য প্রতিবাদ করায় তাকে যদি গাঁজাখোর, ইয়াবাখোর ও ফেনসিডিলখোর বলা হয়, তাহলে দেশের মানুষ কীভাবে প্রতিবাদ করবে? এ ধরনের কথা বললে তো কখনও ভালো মানুষ প্রতিবাদ করতে আসবে না। তখন দেশে স্বৈরাচার ভর করেছিল। ওই সময় আন্দোলন করে তাকে হঠানো হয়েছে। ওই সময় অনেক লোক মারা গেছে। এই শহীদদের এখন অপমান করা হলো। গণতন্ত্রের আন্দোলনে যারা মারা গেছেন, তাদের এত ছোট করছেন কেন?’
আলী হোসেন বলেন, ‘এ দেশের জনগণ রাঙ্গার বিচার করে দিতে পারে। জনগণের প্রতি আহ্বান জানাবো, রাঙ্গাকে বয়কট করা হোক। তার এমপি পদ কেড়ে নেওয়া হোক।’
রাঙ্গাকে উল্টো নেশাখোর মন্তব্য করে আলী হোসেন বলেন, ‘কালকে তিনি কথা যখন বলেন, তখন তিনি নিজেই তো নেশাখোর, কেমন চোখগুলো বেরিয়ে যাচ্ছিল। একটা আইনি ব্যবস্থা নিতে হলে সময় দরকার। তবে তিনি তো আইনের ফাঁক দিয়ে বের হয়েও যেতে পারেন।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানানোর পাশাপাশি রাঙ্গার জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তিনি।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, বোন শাহনাজ বেগম প্রমুখ।