প্রতিটি পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রতিটি পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মানুষ যেন দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়, সে ব্যবস্থা আমরা করেছি। “আমার বাড়ি আমার খামার”-এর মাধ্যমে যেসব সদস্য ১০০ টাকা জমা করবে, সরকার তাদের আরও ১০০ টাকা দিচ্ছে। আমরা ভূমিহীনদের ভূমি দিয়েছি। যারা গৃহহারা তাদের ঘর করে দিয়েছি এবং এ কর্মসূচি অব্যাহত রয়েছে। মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকদের সর্বাত্মক সহায়তা দিয়ে আসছি। পাশাপাশি শিল্পায়নের দিকে বিশেষভাবে দৃষ্টি দেই। শিল্পায়ন যাতে সারা বাংলাদেশে হয় পাশাপাশি কৃষকদের জমির যেন কোনও ক্ষতি না হয়, সেজন্য বিভিন্ন এলাকায় ১০০টিরও বিশেষ অর্থনীতি অঞ্চল গড়ে তুলছি।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত করেছি। এবার লক্ষ্য দেশকে দারিদ্র্যমুক্ত করা। দেশের প্রতিটি পরিবারকে দারিদ্র্যমুক্ত করতে চাই। এজন্য “আমার বাড়ি আমার খামার”সহ বেশকিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারের গৃহীত এসব কর্মসূচির ফলে বর্তমানে দারিদ্র্যের হার ২১ ভাগে নেমে এসেছে। আগামীতে এটাকে ১৬ ভাগে নামিয়ে আনতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন যেন বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে পারে, সে নির্দেশনা তাদের দেওয়া হয়েছে। এখন তারা বহুমুখী কর্মসূচি পরিচালনা করছেন। যেমন−ঋণদান, স্বাস্থ্য, শিক্ষা, উৎপাদন, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অনেক বিষয়ের ওপর কাজ করছে তারা।’
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।