জাতিসংঘ দলের ভাসানচর সফর পিছিয়েছে

জাতিসংঘরোহিঙ্গাদের স্থানান্তরের জন্য ভাসানচর উপযোগী কিনা, তা যাচাইয়ে চরটিতে জাতিসংঘ প্রতিনিধি দলের নির্ধারিত সফর পিছিয়েছে। রবিবার (১৭ নভেম্বর) থেকে তিনদিন এই প্রতিনিধি দলের ভাসানচরে থাকার কথা ছিল।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘জাতিসংঘের ওই সফর পিছিয়েছে এবং কবে এটি হবে, সেটি পরে ঠিক করা হবে।’
এ মাসের শুরুতে রোহিঙ্গা টাস্কফোর্সের বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ও জাতিসংঘের বৈঠকে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি উত্থাপিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, জাতিসংঘকে সঙ্গে নিয়েই সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে বলে তিনি জানান।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। তবে এ বিষয়ে জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো তাদের সন্দেহ প্রকাশ করেছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত সপ্তাহে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত শুরুর অনুমতি দিয়েছেন। এ অবস্থায় সরকার আশা করছে, যেকোনও সময়ে আইসিসির তদন্ত দল বাংলাদেশে আসতে পারে।
এ বিষয়ে সরকারের আরেক কর্মকর্তা বলেন, ‘গত ২৮ অক্টোবর আইসিসির সঙ্গে সরকারের একটি চুক্তি সই হয়েছে, যা তাদের তদন্ত শুরু করার পূর্বশর্ত।’
ওই চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং আইসিসির পক্ষে প্রধান কৌঁসুলি ফেতু বেনসুদা সই করেন।
আইসিসি যে দেশে তদন্ত করে ওই দেশের সঙ্গে তাদের একটি চুক্তি করতে হয় বলে জানান এই কর্মকর্তা।