লটারিতে পদোন্নতি হলো ৫৪৮ সরকারি কর্মচারীর

 

shafiq

লটারির মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ৫৪৮ জন কর্মচারীকে। ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ ও সেটেলমেন্ট বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী সার্ভেয়ার এবং সমমানের পদ থেকে এসব কর্মচারীদেরকে দ্বিতীয় শ্রেণির পদ কানুনগো ও উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ে এ লটারির আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‌‌‘লটারির মাধ্যমে যেভাবে পদোন্নতি দেওয়া হলো এতে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। এতে স্বচ্ছতা নিশ্চিত হলো। সবাই পছন্দের এলাকায় পদায়ন চায়। এক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা রয়েছে। সবাইকে এক জায়গায় দেওয়া যায় না। তাই লটারির মাধ্যমে এ সব কর্মকর্তার পদায়ন করা হচ্ছে।

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর পরিবর্তনের একটি বার্তা দেওয়া হচ্ছে। যে কোনো অভিযোগ এলে আমরা তার সত্যতা যাচাই করি। এরপরই ব্যবস্থা নেওয়া হয়। আমি তো আর সবসময় এখানে থাকব না। তাই ভবিষ্যতে যারা আসবেন, আশাকরি তারাও এই পদ্ধতি অনুসরণ করবেন।’

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নন-ক্যাডার থেকে ১০ হাজার সার্ভেয়ার ও সেটেলমেন্ট অফিসার নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।