পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ছবি: হারুন উর রশীদ)পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ভারত সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে তার ভারতে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি ভারতে যাচ্ছেন না।’ এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের ঢাকায় না থাকাও এই সফর বাতিলের একটি কারণ বলে জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, ‘আগামী মাসে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর করার সম্ভাবনা আছে। সেটিও এই সফর বাতিলের একটি কারণ।’
উল্লেখ্য, আগামী শনিবার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের বৈঠক হওয়ার কথা ছিল। ভারতের নাগরিকত্ব বিল এবং বাংলাদেশকে এর মধ্যে জড়িয়ে ফেলার বিষয়টি এ বৈঠকের আলোচ্যসূচিতে ছিল।