রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অনিয়মের অভিযোগে ২৯ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমগৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে ২৯ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ জনকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, হাসপাতালের পূর্ত কাজ ছাড়া উপকরণ কেনাকাটা গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পর্কিত নয়।

প্রাথমিকের সকল শিশুকে ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব প্রক্রিয়াধীন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিকের সকল ছাত্র-ছাত্রীকে বছরের শুরুতে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ কেনার জন্য প্রাথমিকভাবে পাঁচ শ’ টাকা দেওয়ার প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। উপবৃত্তি দেওয়ার পাশাপাশি এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে বছরের শুরুতে এককালীন পাঁচ শ’ টাকা প্রদান করা হবে। সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।