বিভিন্ন ইভেন্ট আয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলো আইসিসি

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আইসিসির প্রতিনিধি দলআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)বিভিন্ন ইভেন্ট আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইলো সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সোয়ানি।
সোমবার (২০ জানুয়ারি) আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন,  বৈঠককালে আইসিসি প্রতিনিধি দল ২০২৪-২০৩১ সাল পর্যন্ত সময়ে আইসিসির বিভিন্ন ইভেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করে।
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রশংসা করে মানু সোয়ানি বলেন, ‘ক্রিকেট একটি জনপ্রিয় খেলা এবং এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও রয়েছে। ক্রিকেট তরুণ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ। কারণ এই খেলার মাধ্যমেই সামাজিক কল্যাণ করা যায়। ক্রিকেট এখন একটি শিল্পখাতে পরিণত হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেটে নারীদের উৎসাহিত করা তার নীতি। খবর বাসস।