১৮০০ সিসির দুটি হোন্ডা পেলো এসএসএফ

 

১৮০০ সিসির দুটি হোন্ডা পেল এসএসএফবাংলাদেশে হোন্ডা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৮০০ সিসির দুটি হোন্ডা উপহার পেয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ‘জিএল ১৮০০ গোল্ডউইং’ মোটরসাইকেল দুটি হস্তান্তর করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাৎসুকি দুটি ১৮০০ সিসি মোটরসাইকেলের চাবি এসএসএফ’র মহাপরিচালক মেজর জেনারেল মজিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, খুব শিগগিরই এই ব্র্যান্ডের আরও ছয়টি মোটরসাইকেল এসএসএফের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ও হোন্ডার মধ্যকার সহযোগিতার প্রতীক হিসেবে বিশ্বের অত্যাধুনিক মোটরসাইকেল দু’টি উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিল্প সচিব আব্দুল হালিম, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ অনেকে।