X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঢাকায় মানবাধিকার অফিস খোলার বিষয়ে চুক্তির খসড়া বিবেচনা করছে জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ২০:০৪আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২০:০৪

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনারের কার্যালয়ের ঢাকা মিশন চালুর বিষয়ে চার দফা খসড়া আদান-প্রদান করা হয়েছে। বর্তমানে চুক্তির খসড়াটি বিবেচনা করছে জাতিসংঘ। এরপর কোনও পরিবর্তন না হলে দুপক্ষ এটি সই করবে। তিন বছরের জন্য অফিস খোলার বিষয়ে দুপক্ষ সম্মত। তিন বছর পরে নবায়ন না হলে অফিস থাকবে না। বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চুক্তিটি খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদানপ্রদান হওয়ার পরে এটি একটি ডকুমেন্ট রেডি হবে; যেখানে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করবো। তখন আমি বিস্তারিত বলতে পারবো। খসড়া পর্যায়ে এটি আলাপ না করাই ভালো।’

তিন বছরের জন্য এই অফিসের বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে এবং দুই বছরের মাথায় পর্যালোচনা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘খসড়াটি এখন জাতিসংঘ বিবেচনা করছে। জাতিসংঘ মানবাধিকার অফিসের মেয়াদ নির্দিষ্ট করা আছে। মেয়াদ শেষ হওয়ার পরে পরবর্তী সরকার যদি মনে করে— তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবে, তাহলে তারা থাকবে, নাহলে তারা থাকবে না।’

খসড়া কত দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ’এ ধরনের কোনও টাইমফ্রেম নেই। এরইমধ্যে দুপক্ষের চারবার খসড়া চালাচালি হয়েছে। এরপর আমরা সেটিকে পরিবর্তন করেছি। তারা আবার কিছু পরিবর্তনের কথা বলেছে। কাছাকাছি যাওয়ার পরে অন্যান্য যে প্রক্রিয়া আছে, সেটি শুরু করেছি। সেই পর্যায়ে তাদের দেওয়া কিছু পরিবর্তন আছে এবং অনেকটা আমরা সম্মত হয়েছি। বাকি পরিবর্তনগুলো যদি তারা গ্রহণ করে এবং বলে যে আবার পরিবর্তন করো, তবে আমরা দেখবো সেটি পরিবর্তন করা যাবে কিনা।’

নতুন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি হিসেবে যার নাম প্রস্তাব করা হয়েছে, তাকে নিয়ে কোনও ‘অস্বস্তি’ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা প্রস্তাব করেছে। আমাদের পক্ষ থেকে সম্মতি দিতে হবে। আমরা এখনও সম্মতির প্রক্রিয়া শুরু করিনি। কাজেই প্রক্রিয়া শুরু হোক, তারপরে বলা যাবে।’

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে যৌথ উদ্যোগের সম্ভাবনা, মতিঝিলে নেটওয়ার্কিং সভা
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে সহায়তার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
সর্বশেষ খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল