মুজিববর্ষে এক কোটি গাছের চারা রোপণ করা হবে

স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশমন্ত্রীপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে এক কোটি গাছের চারা রোপণ করা হবে। ১৮ কোটি টাকা ব্যয়ে ৪৯২টি উপজেলায় গাছের চারা রোপণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের জুড়ী উপজেলার দু’টি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় অধিক পরিমাণে বৃক্ষ রোপণের অংশ হিসেবে সরকার বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব একাডেমিক ভবনই পাকা করার ব্যবস্থা করা হবে। খবর বাসস।