সংসদে ভাষণ দেবেন প্রণব মুখার্জি ও বিদ্যা দেবী

প্রণব মুখোপাধ্যায় ও বিদ্যা দেবীভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠেয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি মুজিববর্ষ উদযাপনের কর্মসূচিতে দুই বিশ্বনেতাকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। স্পিকার এসময় রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসেবে ১৯ মার্চ জাতীয় সংসদ কমপ্লেক্সে শিশুদের মেলাসহ বিশেষ সংসদ অধিবেশন এবং অন্যান্য কর্মসূচির সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
এছাড়াও, স্পিকার সংসদ কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশ-বিদেশে নতুন প্রজন্ম এই উদযাপনের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে। খবর বাসস।