জেনেভাতে নতুন রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান

মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানসিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানকে জেনেভাতে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার হয়েছে। রবিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১১ বিসিএস ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর এর আগে প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা ও কলকাতায় কাজ করেছেন। নিউ ইয়র্কে তিনি জাতিসংঘ উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। 

মোস্তাফিজ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইন্টারন্যাশনাল আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।