বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ

জাতীয় বাজেট ২০২০-২০২১





আগামী ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
এই লক্ষ্যমাত্রা সদ্য সমাপ্ত অর্থবছরের লক্ষ্যমাত্রার সমান। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭.৮ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের ঘোষিত দ্বিতীয় বাজেট। তার প্রথম বাজেটে দেওয়া জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে করোনাভাইরাস। গত মার্চ থেকে পুরো দেশ বিশেষ ছুটির মাধ্যমে লকডাউনে থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যে অর্জন করা সম্ভব হয়নি সেটা অনুমেয়। তবে এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন এখন সরকারের লক্ষ্য।