X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরের বাজেট সংশোধন প্রক্রিয়া শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৮:১৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৮:১৮

এ সপ্তাহেই শুরু হচ্ছে ২০২২-২৩ অর্থবছরের বাজেট সংশোধনের প্রক্রিয়া। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) থেকে শুরু হবে এ প্রক্রিয়া। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই আলোচনা শুরু করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১। ৭১টি মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশোধিত বাজেট (পরিচালন) নিয়ে সভায় আলোচনা হবে।  সংশোধিত বাজেট নিয়ে আলোচনার জন্য ৮টি বিষয়ের বিস্তারিত তথ্য নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি প্রতিষ্ঠানকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  প্রথম দিন বৈঠকে অংশ নেবে জাতীয় সংসদ সচিবালয়, রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ ও আপন বিভাগ), বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অধীনস্ত দফতরগুলো। এ ছাড়া ২৪ জানুয়ারি শেষ বৈঠকে অংশ নেবে জননিরাপত্তা বিভাগ ও অধীনস্ত দফতরগুলো (পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড ব্যতীত)।

এ ছাড়া ১২ জানুয়ারি সেতু বিভাগ ও অধীনস্ত দফতর, সশস্ত্রবাহিনী বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীনস্ত দফতর, রেলপথ মন্ত্রণালয় এবং অধীনস্ত দফতর, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও অধীনস্ত দফতর, ভূমি মন্ত্রণালয় ও অধীনস্ত দফতর আলোচনায় অংশ নেবে। 

সূত্র জানায়, বাজেট অনুবিভাগ কর্তৃক প্রণীত ৮ দফা নির্দেশনায় সংশোধিত বাজেট (পরিচালন) আলোচনায় সব মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্তসহ অংশ নিতে বলা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—প্রশাসনিক মন্ত্রণালয়/ বিভাগের সংশ্লিষ্ট প্রধান হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তার প্রতি স্বাক্ষরিত/প্রতিপাদিত হাল-নাগাদ প্রকৃত প্রাপ্তি এবং প্রকৃত ব্যয়ের বিবরণী; মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদফতর/ পরিদফতর/ সংস্থার অনুমোদিত সাংগঠনিক কাঠামো; পিআরএল-এ যাবেন এমন কর্মকর্তা ও কর্মচারীর সঠিক সংখ্যা এবং এর জন্য প্রয়োজনীয় অর্থের হিসাব; বিদ্যুৎ-গ্যাস-পানি ও টেলিফোন এসব খাতগুলোর অনুকূলে বরাদ্দকৃত অর্থের বিপরীতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং বিল পরিশোধের বিবরণী।

এছাড়াও রয়েছে ভূমি উন্নয়ন কর বাবদ বরাদ্দকৃত অর্থের মধ্যে কী পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে এবং এ সংক্রান্ত কাগজপত্র; পেট্রোল-ডিজেল ও সিএনজিচালিত যানবাহনের সংখ্যা পৃথকভাবে উল্লেখ করে পেট্রোল ও লুব্রিকেন্ট খাতে প্রস্তাবিত বরাদ্দের পক্ষে যৌক্তিকতা সংবলিত তথ্যাদি/ কাগজপত্র; শ্রান্তি বিনোদন ছুটিতে যাবেন এমন কর্মকর্তা ও কর্মচারীর পূর্ণাঙ্গ তালিকা এবং রাজস্ব বাজেটের আওতাধীন কর্মসূচি, তহবিল ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কিত হালনাগাদ বিবরণী।

এ উদ্দেশে সম্প্রতি বাজেট অনুবিভাগ-১-এর অধিশাখা-১ থেকে আলোচনার সময়সূচিসহ ৮ দফার একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে এবং ইতোমধ্যেই তা সব মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

৭১ টি প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে, কৃষি মন্ত্রণালয় ও অধীনস্ত দফতর, অর্থ বিভাগ (সিঅ্যান্ডজি ব্যতীত), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও অধীনস্ত দফতর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও অধীনস্ত দফতর, খাদ্য মন্ত্রণালয় ও অধীনস্ত দফতর।  স্বাস্থ্যসেবা বিভাগ ও অধীনস্ত দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও অধীনস্ত দফতর, অর্থ বিভাগ- সিঅ্যান্ডজি, পরিকল্পনা বিভাগ। আন্তঃবাহিনী দফতরগুলো, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অধীনস্ত দফতর, পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগ এবং অধীনস্ত দফতর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং অধীনস্ত দফতর, মন্ত্রিপরিষদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও অধীনস্ত দফতর।  জাতীয় রাজস্ব বোর্ড ও শুল্ক আবগারি ও ভ্যাট, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অধীনস্ত দফতর, কর বিভাগ ও রাজস্ব বোর্ডের অন্যান্য প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় সঞ্চয় পরিদফতর, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।

/এসআই/এমআর/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা