মহামারি মোকাবিলায় সায়েন্স, টেকনোলজি কূটনীতির ওপর জোর দিতে হবে: অর্থমন্ত্রী

বাজেট ২০২০-’২১করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে বর্তমানে স্থবিরতা বিরাজ করছে। এই ধরনের মহামারি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সাইন্স ও টেকনোলজি ডিপ্লোম্যাসির ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।  বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ বাজেট বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের মতো ভবিষ্যৎ মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করাসহ রোগের বিভিন্ন পর্যায়ে/পরিস্থিতিতে করণীয় ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে দেশে-বিদেশে বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি ও সায়েন্স ডিপ্লোম্যাসি ও টেকনোলজি ডিপ্লোম্যাসির সুফল গ্রহণে আমরা  প্রয়াস চালিয়ে যাব। স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায় উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে, নতুন প্রযুক্তি আমদানি বা গ্রহণ করতে, নিজস্ব প্রযুক্তি সারাবিশ্বে ছড়িয়ে দিতে এই কূটনীতি সামনের দিনগুলোতে শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করবে।

এদিকে কোভিড-১৯ মহামারি মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে ২,৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এ দুটি প্রকল্পে বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করছে বলেও জানান অর্থমন্ত্রী। এছাড়া সহযোগিদের নিকট প্রাপ্ত সহায়তা নিশ্চিত হলে আরও প্রকল্প চূড়ান্ত করা হবে জানান অর্থমন্ত্রী।