শুল্ক খাত থেকে আয় হবে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা

 

জাতীয় বাজেট ২০২০-২০২১২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) উত্থাপন করা প্রস্তাবিত এই বাজেটে শুল্ক খাত থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা আদায় করার জন্য এনবিআরকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া আয়কর  থেকে এক লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা ও ভ্যাট থেকে এক লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা আদায় করার জন্য এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে।

বাজেটের বাকি অর্থ আসবে অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, এনবিআর বহির্ভূত কর এবং কর ব্যতীত প্রাপ্তি থেকে।