নেপাল ইন্দোনেশিয়া ও ভুটানের সঙ্গে শিগগিরই অগ্রাধিকার বাণিজ্য চুক্তি: অর্থমন্ত্রী

সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে রয়েছে বাংলাদেশ এবং এর ফলে অনেক বাণিজ্য সুবিধা হারাতে হবে। এই নতুন বাস্তবতায় বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার জন্য বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) চুক্তি করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘শিগগিরই নেপাল, ইন্দোনেশিয়া ও ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এদিন ২০২০-২১ অর্থবছরের   প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।  

তিনি বলেন, ‘নেপাল, ইন্দোনেশিয়া ও ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষরের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। শিগগিরই চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে বলে আশা করা যায়।’

অর্থমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও স্বল্পোন্নত দেশ হিসেবে প্রযোজ্য সুবিধাগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সরকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও রফতানি বৃদ্ধির অভিপ্রায়ে এফটিএ ও পিটিএ স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘এ যাবৎ ১১টি দেশের সঙ্গে এফটিএ’র সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হযেছে।’