‘বাজেট দেখে মনে করা হচ্ছে অচিরেই সব ঠিক হয়ে যাবে’

ফাহমিদা খাতুন, ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীতপ্রস্তাবিত বাজেট দেখে মনে হচ্ছে অচিরেই সব ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর শুক্রবার (১২ জুন) ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক অভিহিত করে তিনি বলেন, ‘করোনার এই মহামারির সময়ে নজিরবিহীন সংকট চলছে। এই সময়ে একটি সৃজনশীল বাজেট হওয়া দরকার ছিল। কিন্তু তা হয়নি। প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবিলায় যে কাঠামো থাকা দরকার সেটা পরিপালন হয়নি। এই বাজেট দেখে মনে হচ্ছে করোনার আগেই এটা তৈরি। এই সময়ে হাসপাতালে মানুষের জায়গা হচ্ছে না। মানুষ এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। বাজেটে এমন কোনও বিষয় নেই। বাজেট দেখে মনে করা হচ্ছে অচিরেই সব ঠিক হয়ে যাবে। আসলে অচিরেই সব ঠিক হবে কিনা তা এখনও বলার সুযোগ আসেনি।’

তিনি আরও বলেন, ‘বাজেটে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন হবে না। বাস্তবে অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলো না। বাস্তবে করোনা অল্প সময়ের মধ্যে বিদায় নিলো না, তাহলে বহির্বিশ্বের কাছে ভুল মেসেজ যাবে। এতে আইএমএফ, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে।’