শুক্রবার (১৯ জুন) নজরুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইকবাল কবীর করোনাতে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিকভাবে তেমন কোনও সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।’
প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন এবং মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৮৮ জন।