করোনায় মৃত্যুবরণকারীদের অর্ধেকই ঢাকা বিভাগের

অধ্যাপক নাসিমা সুলতানাকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছেন ঢাকা বিভাগে। এ পর্যন্ত সারাদেশে করোনায় মারা গেছেন দুই হাজার ২৭৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৫০ দশমকি ১১ শতাংশ। শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা বিভাগের পরই বেশি মারা গেছেন চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মৃত্যুর হার ২৬ দশমিক ৪৬ শতাংশ, রাজশাহীতে পাঁচ দশমিক শূন্য এক শতাংশ, খুলনায় চার দশমিক ৯২ শতাংশ, বরিশালে তিন দশমিক ছয় শূন্য শতাংশ, সিলেটে চার দশমিক ৩৫ শতাংশ, রংপুরে তিন দশমকি ১২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন দুই দশমিক ৪২ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মারা গেছেন, এর মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে দুই জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।