নিউ মিডিয়া উইং গঠন করছে তথ্য মন্ত্রণালয়

তথ্য মন্ত্রণালয়অনলাইন গণমাধ্যম ব্যবস্থাপনা ও সেবাদানের জন্য আলাদাভাবে ‘নিউ মিডিয়া’ উইং গঠন করছে তথ্য মন্ত্রণালয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবস্থাপনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনলাইন গণমাধ্যমসহ নিউ মিডিয়া ব্যবস্থাপনা ও সেবা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ। 

সম্প্রতি অনলাইন সেবাদানের জন্য আলাদা উইং গঠনে প্রধান তথ্য কর্মকর্তাকে অনুরোধ জানানো হয় অনলাইন গণমাধ্যমের পক্ষ থেকে। 

এর আগে বাংলা ট্রিবিউনসহ ৩৪টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের জন্য তালিকা তৈরি করা হয়। খুব শিগগিরই আরও কিছু অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য তালিকা প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়।  

এদিকে সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভায় স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন, বেতার ও ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ এবং আইপি টিভি ও ইন্টারনেট রেডিও চালাতে হলেও সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ে স্বতন্ত্র অনলাইন গণমাধ্যম, আইপি টিভি ও ইন্টারনেট রেডিওসহ অন্যান্য নিউ মিডিয়ার জন্য আলাদা সেকশনও করা হবে।

সোমবার বিকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে অনলাইন সেবাদানের জন্য আলাদা উইং গঠনের ঘোষণা দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসান, সচিব কামরুন নাহার এবং মন্ত্রণালয়ের দফতর প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ক্যাবল অপারেটরদের অবৈধ চ্যানেল প্রদর্শনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, নির্ধারিত সময়ে নবায়ন না করায় লাইসেন্স বাতিল করা, ক্যাবল অপারেটরদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মাসিক সমন্বয় সভায় প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম এনডিসি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. জাফর ওয়াজেদ, বিসিটিআই প্রধান নির্বাহী সালমা বেগম, বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আকতার হোসেন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর, ডিএফপি মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম, বাসসের প্রধান বার্তা সম্পাদক মুহম্মদ আনিসুর রহমান, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।