ওয়াসার এমডি তাকসিমের মেয়াদ ৩ বছর বাড়ানোর প্রস্তাব

ওয়াসা’র এমডি তাকসিম এ খানঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত সংস্থার বিশেষ বোর্ড সভায় এ প্রস্তাবনা করা হয়। প্রস্তাবনাটি আগামীকাল রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আকারে পাঠানো হবে। বোর্ড সভায় উপস্থিত একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে। সভায় মোট ৯ জন বোর্ড মেম্বার অনলাইনের মাধ্যমে যোগ দেন।
সভায় বোর্ড সদস্য ওয়ালী উল্যাহ শিকদার মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখান করে বলেন, প্রকৌশলী তাকসিম এ খানের তেমন কোনও সফলতা নেই যাতে তাকে এ পদে নতুন করে নিয়োগ দেওয়া যেতে পারে।
হাসিবুর রহমান মানিক বলেন, তার নিয়োগ প্রক্রিয়া সঠিক হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। হাসিবুর রহমান মানিকের এমন মতামতের ওপর ভিত্তি করে অতিরিক্ত সচিব সেলিনা আক্তার বলেন, নতুন নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষাসহ অন্যান্য বিষয়াদির বিষয় থাকে। যেহেতু তাকে নতুন নিয়োগ নয়, নিয়োগের মেয়াদ বাড়ানো, তাই এক্ষেত্রে সমস্যা নেই। বোর্ড সভার অন্যদের প্রায় সবাই তার মেয়াদ বাড়ানোর পক্ষে ছিলেন বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
জানতে চাইলে ওয়াসা বোর্ড সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ৩ জন এই প্রস্তাবের বিরোধিতা করেছি। কেউ কেউ বলেছেন, তিন বছর নয়, ৬ মাস থেকে এক বছর করা যেতে পারে। আমি বোর্ডকে বলেছি যদি আপনারা প্রস্তাব পাঠান তাহলে আমাদের বক্তব্য হুবহু রেজুলেশন আকারে পাঠাবেন। 
সূত্র জানায়, একজন বোর্ড সদস্য সরাসরি তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন। আর তিন সদস্য বিষয়টি আইনসঙ্গতভাবে হওয়া উচিত বলে মত দেন। অন্য চারজন বোর্ড সদস্য তার মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিলেও কতদিন বাড়ানো হবে সেটি মন্ত্রণালয়ের ওপর ছেড়ে প্রস্তাব করেন। বৈঠকে তাকসিম খানও উপস্থিত ছিলেন।
তাকসিম এ খানের পঞ্চম দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হবে। এই প্রস্তাব ষষ্ঠবার নিয়োগের জন্য।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা’র সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে বলা হয়, ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় বোর্ডের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।’ সভার একমাত্র আলোচ্য সূচিতে বলা হয়েছে, ‘ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে ৩ বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ।’