বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

প্যারিস চুক্তিতে আবার ফেরত যাওয়ার যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০৫০ সালের মধ্যে শূন্যদূষণ এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য মার্কিন নেতৃত্ব প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি বাইডেন দিয়েছেন সেটিকেও বাংলাদেশ স্বাগত জানায়। উল্লেখ্য, ২০১৭-এর পহেলা জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ আশা করে যে প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনঃপ্রবেশের ফলে অন্য দূষণকারী দেশ কার্বন নিঃসরণ কমাবে এবং ক্লিন জ্বালানিতে বিনিয়োগ করবে।

উল্লেখ্য, জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম দিন যে কয়েকটি নির্বাহী আদেশ সই করেছেন তার মধ্যে একটি হচ্ছে প্যারিস চুক্তিতে ফেরত যাওয়া সংক্রান্ত।