ট্যুর অপারেটর ও গাইডদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০২১’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।  

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, পর্যটকদের নিরাপত্তা, উন্নত সেবা নিশ্চিত করা এবং পর্যটন শিল্প বিকাশের স্বার্থেই সরকার এ আইন তৈরি করেছে। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে। আগে এই খাতের জন্য কোনও আইন ছিল না। ট্যুর অপারেটর বা ট্যুর গাইড কীভাবে পরিচালিত হবে তা এ আইনে বলা হয়েছে। আইনে এসব ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের রেজিস্ট্রেশন করে সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সনদ গ্রহণ ছাড়া কেউ ট্যুর অপারেট করতে পারবেন না। একজন পর্যটক কত টাকায় কতটুকু সেবা পাবেন তারও একটি পৃথক সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। এ আইন পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

আইনে বলা হয়েছে, ট্যুর গাইড ও ট্যুর অপারেটররা আইনের যেকোনও নির্দেশ অমান্য করলে ছয় মাসের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আইনের যেকোনও অস্পষ্টতা বিধিমালা দ্বারা নিশ্চিত করা হবে।

আইনে আরও বলা হয়েছে, চাইলে শিল্প মালিকরা রেজিস্ট্রেশন করে গ্রহণ করা সনদ হস্তান্তর করতে পারবেন।