২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার চেয়ে বেড়েছে। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬১৪ জন, আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। তার আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫১৫ জন এবং মারা গেছেন ৭ জন।

বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১৪ জনসহ দেশে  এ পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন এবং গত ২৪ ঘণ্টায় মৃত ৫ জনসহ  দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ৪২৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩৬ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।

বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুন সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৪৫৮টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪১৪টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৪৭ হাজার ১৭০টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৯ লাখ ৪২ হাজার ১৬৬টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার তিন দশমিক ৭৪ শতাংশ, এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

অধিদফতর জানায়, দেশে বর্তমানে ২১৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৮ পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯টি পরীক্ষাগারে ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৭০টি পরীক্ষাগারে।

মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৪ জন ও  নারী একজন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৬ হাজার ৩৭২ জন, আর নারী ২ হাজার ৫৬ জন। শতকরা হিসাবে যা পুরুষ ৭৫ দশমিক ৬১ শতাংশ, আর নারী ২৪ দশমিক ৩৯ শতাংশ।

অধিদফতর জানিয়েছে, বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনই ষাটোর্ধ্ব এবং তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, আর ২ জন চট্টগ্রাম বিভাগের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৮৯ জন, চট্টগ্রাম বিভাগের ১৬০ জন, রংপুর বিভাগের একজন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১৪ জন আর সিলেট বিভাগের আছেন ২০ জন। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩২৬ জন, আর ছাড়া পেয়েছেন ৪৬৩ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন মোট ৬ লাখ ২৯ হাজার ৪৯০ জন, আর ছাড়া পেয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৭৪১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩১ হাজার ৭৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫৫ জন, আর ছাড়া পেয়েছেন ৯৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ৭০০ জন, আর ছাড়া পেয়েছেন ৯১ হাজার ৬৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৬৩৬ জন।