স্বাস্থ্যবিধি মানা গেলো? (ফটোস্টোরি)

যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব বা সবার মাস্ক পরা নিশ্চিত করতে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। মাইকে সতর্ক করার চেষ্টা করা হলেও কাউকে নির্দেশনা মানতে দেখা যায়নি।মেডিক্যালে ভর্তি পরীক্ষা

স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা দেখতে সরকারের টিম কাজ করবে বলে জানানো হলেও এরকম কোনও উদ্যোগ চোখে পড়েনি।মেডিক্যালে ভর্তি পরীক্ষা

পরীক্ষা কেন্দ্রে আসা বেশিরভাগ মানুষ মুখে মাস্ক ব্যবহার করলেও এটা সবাই করেছেন তা বলা যাবে না। পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেককেই দেখা গেছে মাস্ক খুলে বসে থাকতে। কারণ জানতে চাইলে কয়েকজন বলেন, মাস্ক পরলে শ্বাস নিতে কষ্ট হয়।মেডিক্যালে ভর্তি পরীক্ষা

এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও আলামত চোখে পড়েনি। গায়ে গায়ে লেগে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন পরীক্ষার্থীরা। খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন অভিভাবকরাও। মেডিক্যালে ভর্তি পরীক্ষা

আজ শুক্রবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবছর মেডিক্যালে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৭৪ জন।মেডিক্যালে ভর্তি পরীক্ষা

এ বছর করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।মেডিক্যালে ভর্তি পরীক্ষা

মেডিক্যালে ভর্তি পরীক্ষা

মেডিক্যালে ভর্তি পরীক্ষা

মেডিক্যালে ভর্তি পরীক্ষা

মেডিক্যালে ভর্তি পরীক্ষা

মেডিক্যালে ভর্তি পরীক্ষা

মেডিক্যালে ভর্তি পরীক্ষা

মেডিক্যালে ভর্তি পরীক্ষা