মমতাকে অভিনন্দন বার্তা পাঠাবেন পররাষ্ট্রমন্ত্রী

মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৫ মে) শপথ গ্রহণ করবেন। বরাবরের মতো এবারও বাংলাদেশের পক্ষ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠানো হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বার্তায় অন্যান্য নিয়মিত বিষয়ের পাশাপাশি নতুন বিষয় হিসেবে যুক্ত হবে কোভিড সহযোগিতা।

মঙ্গলবার (৪ মে) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান।  

জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ‘কালকে (বুধবার) শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রীর অফিসে বার্তাটি পাঠিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত রবিবার (২ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। যদিও মমতা ব্যানার্জি নিজে এই নির্বাচনে পরাজিত হয়েছেন। তারপরেও বিধি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে তিনি অন্য কোনও আসন থেকে জিতে এলে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন।