ভারতের পরিস্থিতি নজরে রাখছে সরকার

ভারতের করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া দেশে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ কবে থেকে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ বাড়বে কিনা সে সম্পর্কেও এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। তবে ভারতের পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু। আমরা ভারতের দিকে নজর রাখছি। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের চিত্র আমরা পেয়ে যাবো। লকডাউন বাড়বে কিনা তখন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চলমান লকডাউনের মেয়াদ ২৩ মে’র পরে আরও বাড়বে কিনা, তা ভারতে করোনাভাইরাস পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।