মার্কিন ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনের তথ্য সঠিক নয়

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কিত তথ্য সঠিক নয় বলে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার মনে করে, এই প্রতিবেদনে এখানকার পরিস্থিতির প্রতিফলন দেখা যায়নি। বিষয়টি মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে।

সোমবার (১৭ মে) মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তাকে জানিয়ে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘ধর্মীয় সম্প্রীতি ও বৈষম্যহীন ব্যবস্থা বজায় রাখার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিবেদনে যে ঘটনাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।