দূরপাল্লার লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় দেশের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে এর প্রভাব কমে যাওয়ায় বৃহস্পতিবার (২৭ মে) থেকে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে ভারতের দিকে চলে যাওয়ায় লঞ্চ চলাচলের এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপাতত দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়ার সৃষ্টি হয়। ওইদিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

 

ছবি: নাসিরুল ইসলাম