বিরতির পর সংসদের বাজেট অধিবেশন শুরু

টানা দশ দিন বিরতির পর শুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক। সোমবার (২৮ জুন) বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বৈঠকে তিনটি খসড়া আইন উত্থাপনসহ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ‘জীবন-জীবিকায় প্রাধাণ্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ৩ জুন ২০২১-২২ অর্থ বছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুই দিন বিরত পর ৬ জুন থেকে বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা শুরু হয়। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর ১৪ জুন পর্যন্ত মুলতবি রাখা হয় সংসদ।

১৪ থেকে ১৭ জুন পর্যন্ত সংসদে সাধারণ আলোচনা হয়। এরপর টানা ১০ দিনের জন্য বৈঠক মুলতবি করা হয়।

২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন নির্দিষ্টকরণ বিল পাসের মধ্যে দিয়ে বাজেট পাসের প্রক্রিয়া শেষ হবে।